জীবনপুরের পথিক সবাই
এসেছো ভবে একা
পিছন ফিরে তাকিয়ে দেখো
ধূসর মরু ফাঁকা।


বালিয়াড়ি ঝড় আছড়ে পড়ে
জীবন নদীর তটে
শূন্য হৃদয় মরুর মতো
থাকবে না কিছুই ঘটে।


অলস দুপুর ধূধূ বালুচর
শুনশান ফাঁকা মাঠ
পিপাসার জল পাবে না কোথাও
শুকনো পুকুর ঘাট।


জীবনপুরের পথিক ভেবে
কাটিয়ে দেবে জীবন
রামধনু রঙ হৃদয় জুড়ে
তবুও আসবে মরণ।


ভবের হাটে সবাই পথিক
দু’দিনের খেলা ঘর
মায়ার খেলা এই ভুবনে
ঈশ্বর দেবেন বর!


   ****


রচনাকাল – ১৯/০৪/২০২১