দেবদারু গাছের মাথায় আটকে আছে শীত
বাঁকা জ্যোৎস্নার আলোয় সাঁতার কাটছে শৈশব
ঠান্ডা বাতাসে শরীরে আর কাঁপ ধরে না।


শৈশবের দিনগুলিতে ফিরে তাকিয়ে দেখো কী ভীষণ ঠান্ডা
ঠান্ডায় তখন গোটা দেশ কাঁপত  -
আগুন ধরেছে পৃথিবীর বুকে
জ্বলে পুড়ে যাচ্ছে শৈশব কৈশোর যৌবন...


পৃথিবী আর ঠান্ডা হবে না কখনও
মানুষের হঠকারিতায় ঝলসে যায় পৃথিবীর শরীর
চোখের জলে ভিজে উঠছে সবুজ বনানী।


মানুষের কান্নার দিন এসে গেছে
সভ্যতার শরীরে আমরা পরিয়ে দিয়েছি আধুনিকতার নামাবলী
কান্না শুকিয়ে জীবন্ত পাথর হয়ে যাচ্ছে মানুষ।


             ********


০২ জানুয়ারী ২০২৩