বাঁচতে চেয়েছি মানুষের মতো
দেয় নি কেউ সুযোগ
সময়ে অসময়ে জীবনে এসেছে
নানান রকম দুর্যোগ।


জোনাকির ঘ্রাণে শ্বাস নিয়েছি
আছি এভাবেই বেঁচে
মধ্য রাতও আসে না ঘুম
হৃদয় উঠবে কী নেচে?


বৈশাখী মেঘ ছাড়ে না পিছু
ঘটে শুধু অঘটন
সারাটা জীবন সুখের কাঙাল
অন্নের বড়ই অনটন।


ছিন্নমূল মানুষ যেমন
খোঁজে একটু ঠাঁই
ভিটেমাটি ছেড়ে আশ্রয় হীন
উড়ছে ভিটের ছাই।


গঙ্গা পদ্মা ভাগাভাগি হয়
ভুলি সকল কাজে
চোখের জলে কান্না লিখে
রাখি হৃদয় মাঝে।


        *****


৭ মে ২০২৩