ভুখা পৃথিবীর কান্না দেখে
থমকে দাঁড়ায় ঈশ্বর
বিশ্ব জুড়ে শুধু হাহাকার
মানুষ আজও নশ্বর!


জীবনের গান সুর হারিয়ে
ধুঁকছে মানব জাতি
বোবা রোদ্দুর বোকা মানুষ
তবুও উৎসবে মাতি!


ফাগুন হাওয়ায় ঘুরে দাঁড়ায়ে
করবো সবাই পণ
মৃত্যু মিছিল বন্ধ করেই
বাঁচাব যক্ষের ধন।


নতুন আলো নতুন খোয়াব
নতুন বাঁচার আশা
স্বপ্ন কাজল দুচোখ জুড়ে
বাঁধবো সুখের বাসা।


দীন দুনিয়ার মালিক যদি
ছোঁয়ায় মাথায় হাত
গরীব মানুষও বাঁচবে জেনো
শান্তিতে কাটাবে রাত।


      ********


রচনাকাল – ০৫/০৩/২০২১