জলই জীবন জলই মৃত্যু জলই মোদের প্রাণ
জল অপচয় বন্ধ করেই জীবন করো দান!


জলের মূল্য বুঝবে যেদিন সেদিন কপালে হাত
চাষের জমি যাবে শুকিয়ে কাটবে নিদ্রাহীন রাত!


নদীর জল যায় শুকিয়ে গলছে বরফ ধীরে
পানীয় জল পাবে কোথায় আসবেনা জল নীড়ে!


সোনালী ফসল হারিয়ে যাবে কোথায় পাবে জল
নষ্ট জল বন্ধ করলেই পাবেই নিশ্চিত ফল!


শস্য শ্যামলা বসুন্ধরা আবার হবে সবুজ
বৃষ্টির জল রাখবো ধরে আমরা নই অবুঝ!


সবাই মিলে শপথ করি জল অপচয় রুখবো
জল সংকট দূর করেই নতুন করে বাঁচবো!


           **********