জলাভূমি ভরাট হয় অলীক অঙ্গুলি হেলনে
ফসলের অঙ্গীকার কারা যেন ছিনিয়ে নেয় ...
তেমনি চোখের সামনে ভরাট হয়ে যায় জলাভূমি।


মুক্ত বাতাসে মানুষই লিখে রাখে বিষের কাব্য
পাতা ঝরে যায় বসন্তের আগমনে  -
ফাগুন বাতাসেও গোঙানির শব্দ শোনা যাচ্ছে।


মুখ বন্ধ খামে দেওয়া নেওয়ার হিসেব থাকে
জলাভূমি ভরাট হয়ে যায় একটি ফোনেই
প্রতিবাদী মানুষগুলো কেমন যেন বোবা হয়ে যায়
সব্বাই দেখছে, কেউ কোনো কথা বলছে না।


জলাভূমির উপরে মায়াবী চাঁদের আলো
মুক্তির উপাখ্যান কেউ জানে না -
অসৎ মানুষের দুঃসাহস ক্রমশ বেড়ে চলেছে
ঝড় উঠেছে আমজনতার মনে, প্রকৃতির কঙ্কাল দেখতেই হবে সব্বার!


           ******


১১ মার্চ ২০২৩