শুকনো গাছের ডাল ধরে বেশীক্ষণ ঝুলে থাকা যায় না
একটা সময় ভেঙে পড়বে মাটিতেই
তখন সোজা সরকারী হাসপাতালের বিছানায়...


সময়টা বিশেষ ভাল যাচ্ছে না সব্বার
দেখবে যে ডালটি ধরবে সেটাই মরা গাছের ডাল
বাঁচার জন্যে মানুষ কি না করছে ভাবলে অবাক লাগে!


কেমন সুন্দর রামধনু রাঙা আকাশ ছিল -
সব্বাই প্রকৃতির সাথে রঙ মিলিয়ে হাসত খেলত ছুটত
এখন আকাশটা ধূসর কালো মেঘে ঢেকে গেছে।


তবুও পূর্ণিমা চাঁদ আলো ছড়ায়, সকালে ওঠে রক্তিম সূর্য
রাত গভীর হলে জোনাকির আলোতে ভরে উঠত পল্লী বাংলা
ঝিঁঝিঁ পোকার শব্দ বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে গরীব মানুষ।


হতাশার মেঘ কেটে গিয়ে আবার কবে হাসবে নদী ফুল পাখি
হৃদয়ের মরূদ্যানে কবে আবার ভরে উঠবে সুখের নীল জল
জলতরঙ্গের ধ্বনি শোনার জন্যে মানুষ অধীর অপেক্ষায় উদগ্রীব।


      *******


রচনাকাল – ১৯/১০/২০২০