জোনাকির ঘ্রাণে জেগে আছে নিঝুম রাত
শুনশান পথে উলঙ্গ জোনাকির উল্লাস শোনা যায়
কেউ কোথাও নেই তবু যেন মনে হয় স্বর্গের উঠোনে উৎসব।


জীবকূল যেন বেঁচে আছে জোনাকির ঘ্রাণে
নেই কোনো দূষিত হাওয়ার আস্ফালন  -
হৃদয় দিয়ে অনুভব করতে হয় ওদের ঘ্রাণের শব্দ।


চাঁদ ডুবে গেছে, জেগে আছে জোনাকির কোলাহল
মাটির সোঁদা গন্ধটাও মিশে যায় জোনাকির ঘ্রাণের সাথে
আলো আঁধারি অন্ধকারে পথ দেখায় ওদের স্বপ্নময় আলো।


শিশির স্নাত সৌরভে ওরা স্নান করে প্রতিটি রাত
পাখিদের কলতান থেমে যায়, জোনাকির পথ চলা হয় শুরু
রাত যে ওদের বন্ধু, নিঃসঙ্গ পথিকের আপনজন।


           ******


রচনাকাল  - ২২|০৯|২০২২