জোনাকির কঙ্কাল ছড়িয়ে আছে ঝোপে ঝাড়ে
সারারাত অদম্য ফুর্তির খেসারত ছাড়া কিছু নয়
মানুষ প্রায়শ্চিত্ত করতে চায় শুদ্ধ হতে
কিন্তু পারে না, তারাও জোনাকির মতো ...


মোমের আলোয় লেখা হোক মৃত্যুদণ্ড -
বুকের পাঁজরে রঙিন ঘোলা জলের স্রোত
শব্দহীন কলতান ছুঁয়ে যায় হৃদপিণ্ড -
অন্তিম সময়ে মানুষ জোনাকি হয়ে যায়।


রাতের অন্ধকার ছুঁয়ে আছে ব্যালকনির চাঁদ
রঙিন গরল পান করে মানুষও উড়তে চায়
জোনাকির মিটিমিটি আলোয় ডুবে যায় রাত
হেঁয়ালি বাতাসে ফিসফিস কথা বলার শব্দ।


একটা বেওয়ারিশ ঘুড়ি গাছের ডালে দুলছে
সময়ের চোখে বেঁধেছি কালো কাপড় ...
মনুষ্যত্বের অস্তিত্ব মুছে দেয় জোনাকির কান্না
মহা সমুদ্রে ডুবে যাচ্ছে মানুষের অহংকার।।


           *******