বৃষ্টি মাথায় নিয়ে হেঁটেছি সারা রাত
জোনাকির হৃদপিন্ড থেকে খুলে নিয়েছি আলো  
দু'চোখে লাগিয়ে হাঁটার চেষ্টা করেছি
তবুও অন্ধকার কাটে না -
বৃষ্টিতে ঝাপসা লাগে চারিদিক।


পাখির ডানায় ঝড়ের পূর্বাভাস -
মেঘের আঁচল থেকে পড়ছে কান্না
জোনাকির আর্তনাদে রাতের গভীরতা ভেঙে খান খান হয়
জীবনের বন্দরে শুয়ে আছে উদাস বাউলের মেঠো পথ।


আষাঢ়ের মেঘ থেকে ঝরে পড়ছে স্বপ্ন হীনতার চিত্রনাট্য
সুখের বসতি থাকবে ক'দিন কেউ জানে না
ফসলের মাঠ জুড়ে বৃষ্টির জলসা  -
পাখির ডানা ছুঁয়ে উড়ে যায় আষাঢ়ের মেঘ।


জোনাকির হৃদপিন্ড ধুকপুক করছে মানুষের মতো
দীর্ঘশ্বাস ফেলছে অর্ধ গলিত চাঁদের ছায়াপথ
রাত বাড়ছে, বৃষ্টি বাড়ছে ...
ফুটো ঘরের চালা দিয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছে মানুষের ধূসর হৃদপিন্ড।


            *******


৩ জুলাই ২০২৩