অনেক বছর পেরিয়ে গেছে
হৃদয়ে লিখেছি নাম
আমাদের ছেড়ে চলে গেছো
ত্রিলোক সিন্ধু ধাম।


তোমার আশীষ পেয়েছি সদাই
তুমিই জন্মদাতা
সুখ দুঃখ হাসি কান্নায়
তুমিই হয়েছো ত্রাতা।


শৈশব কালে হয়েছো বন্ধু
ধরেছো আমার হাত
বিপদ সময়ে পাশে থেকে
জেগেছো অনেক রাত।


আকাশে তাকালে দেখতে পাই
তোমার হাসি মুখ
লড়াই করে বাঁচতে শেখালে
এতেই আমার সুখ।


দুঃখের নদীতে সাঁতার কেটে
কিভাবে বাঁচতে হয়
জীবনটাকে চেনালে তুমি
কাটালে মরণ ভয়।


পিতা স্বর্গ পিতা ধর্ম
জেনেছি সারাটা জীবন
তোমার চরণে ঠেকাই মাথা
আজীবন করি স্মরণ।


       ******


রচনাকাল  - ১৬|১০|২০২২
( বাংলা  -  ২৯শে আশ্বিন ১৪২৯)
( আজ আমার বাবার মৃত্যু বার্ষিকী)