জোনাকির হাত ধরে ঘুরেছি সারা রাত
এতো আনন্দ জীবনে কখনও পাই নি
ডানা নেই তবুও ওদের সাথে ওড়ার মুক্তিই আলাদা।


মানুষের সাথে ঘুরতে আর ভালো লাগে না
সব্বাই কেমন পর পর ...
মানুষের পাশে মানুষ দাঁড়াতে ভুলে গেছে।


জোনাকির আলোয় হৃদয় জুড়িয়ে যায়
দিগন্তের সীমানা ছুঁয়ে উড়ে যাই মুক্ত পাখির মতো
চাঁদের জোছনা নিয়ে বাঁচতে চাই আজীবন।


মানুষ মানুষের হাত ধরতে চায় না
জোনাকির হাত ধরা যেন কতো সহজ
ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে মানুষ বলে, ভালো আছো!


মানুষের মতো জোনাকির এতো ভণ্ডামি নেই
অভিমানী শব্দেরা হাসাহাসি করে মানুষের বিকলাঙ্গ রূপ দেখে
জোনাকির শরীরের গন্ধ নিয়ে বাঁচতে চায় আজীবন।


             *******


২৪ নভেম্বর ২০২২