লক্ষ্মী মায়ের কৃপায় সবার
হবে সব্বার ভালো
সোনালী ফসলে ভরবে মাঠ
মুছে যাক যতো কালো।


আঁধার হৃদয়ে আলোর দিশা
তুমিই দেখাও মাগো
দুঃখ কান্না ভুলবো সবাই
মা বলছেন - জাগো।


ধন্য দৌলতে ভরবে ঘর
তোমার আশীষ পেলে
তুমিই জানো আমরা সবাই
তোমার অবোধ ছেলে।


মাঠে মাঠে সোনার ফসল
তুমিই দেবে ভরে
হৃদয় জুড়ে তোমার চরণ
রাখবো সবাই ধরে।


কাঁসর ঘন্টা মঙ্গল ঘট
প্রণাম করি তোমায়
হাতটা তোমার রেখো মাথায়
পার হবো দুঃসময়।


       *****


রচনাকাল  - ০৯|১০|২০২২
( লক্ষ্মী পুজোর দিন লেখা )