বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বিবর্ণ রোদ্দুর
ভেঙে যায় যৌবনের দেওয়াল -
জীবন থেকে হারিয়ে যাচ্ছে মধ্যবিত্তের সুখ।


ধাপে ধাপে নামছে শীতের পারদ -
পড়ন্ত বিকেলে মাঠে শুয়ে আছে রোদ্দুরের যৌবন
ঝরে যাওয়া পাতায় কান্না মুছে দেয় আধখানা চাঁদ।


কবেকার ছেঁড়া পাণ্ডুলিপি এখনও খুলে খুলে দেখি
অস্পষ্ট বর্ণমালাগুলো হাঁপিয়ে ওঠে ...
জীবন যৌবনের অঙ্কগুলো গুলিয়ে যায় মধ্যবিত্ত সংসারে।


মানুষ যেন বিপন্ন প্রজাতির প্রাণী
যৌবনের দেওয়ালে ঘুণ ধরে গেছে নিজেদের অজান্তেই
জীবনটা যেন ঐচ্ছিক বিষয়, পাশ ফেল নিয়ে কেউ ভাবে না।


           ******


রচনাকাল -
১৯ ডিসেম্বর ২০২৩