দিনের শুরু দহন তাপে
ফাগুন শেষে চৈত্র আসে
জল পিপাসায় শুকিয়ে মাঠ
মানুষ ভুলেছে কেমন হাসে!


ভোর বাতাসে যুবক রোদ
মিষ্টি সুরে কোকিল ডাকে
চৈত্র দিনে পুড়ছে ফসল
দই ওয়ালা কোথায় হাঁকে!


বৃষ্টি বিকেল হারিয়েছে পথ
ক্লান্ত পথিক চোখটি বোজে
গরম বাতাস নিদাঘ দুপুর
শ্রমিক মানুষ কাজই খোঁজে!


মাঠের ফসল যাচ্ছে পুড়ে
চাষির ভাবনা কপাল জুড়ে
নিত্য অভাব লেগেই আছে
মরণ লিখছে কবর খুঁড়ে।


দিন আনা দিন খাওয়া
যুব সমাজ সবই বেকার
স্বপ্নের রোদ উঠবে কবে
বাঁচার জন্যে সবাই হকার।


         ******


রচনাকাল - ০১/০৪/২০২১