ফুটপাতে ঘুমায় ছোট্ট যীশুরা
পরনের পোশাক ছিন্ন
দেখেও দেখেনা সভ্য মানুষ
ওদের সমাজ কী ভিন্ন?


ভোর পাখিরা জাগেনি এখনো
কলরব ওরা করে
অনাথ যীশুরা বোঝেনা কিছুই
নিয়ন আলোতে পড়ে।


ফুটপাতে হাঁটে লক্ষ মানুষ
ক’জন করে দান
ওদের দিলেই যীশুকে দেওয়া
বাড়বে জেনো মান।


যীশুর সন্তান ছোট্ট শিশুরা
দেখাবে মানবতার আলো
পাপের বোঝা করতে লাঘব
আঁধারে প্রদীপ জ্বালো।


প্রতি বছর আসবে ফিরে
শুভ এই বড়দিন
ছোট্ট যীশুদের হাতটি ধরো
শোধ হবে যত ঋণ!


   ****


রচনাকাল – ২৫/১২/২০২০ (বড়দিন)