সীমান্তে দাঁড়িয়ে আছে হেমন্তের রোদ্দুর
হিমেল বাতাসের ছোঁয়া লেগেছে প্রকৃতির বুকে
শিশিরের স্পন্দনে ঘুম ভাঙছে শিউলি কিংবা কাশফুলের
একটু একটু করে ঝলমল করে উঠছে শারদীয়ার ঝাড়লন্ঠন।


বারুদের গন্ধে প্রাণ ওষ্ঠাগত
আকাশে বাতাসে শুধুই বারুদ গন্ধ
যুদ্ধের রঙ ফিকে হতে না হতেই আবার নতুন যুদ্ধ
ভোরের শিউলি ফুলের গন্ধেও ঢুকে পড়েছে বারুদ।


শারদ প্রভাতে মহালয়া গান শেষ  -
যুদ্ধের উৎসবে মেতে উঠেছে স্বৈরতান্ত্রিক দেশ
পরিবার পরিজন রকেট কিংবা বোমা হামলায় নিহত
ধ্বংস স্তূপে চাপা পড়ে আছে অলৈকিক সুখ।


একদিকে মানুষ শারদীয়া উৎসবে মত্ত অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ
অন্ধকারে ডুবে আছে সভ্যতার কালো ইতিহাস
যুদ্ধ থেমে যাবে একদিন হারিয়ে যাবে নিজস্ব বাসস্থান সংসার পরিজন।


         *****


রচনাকাল  -
১৬ অক্টোবর ২০২৩