হৃদয় ফালা ফালা হয় কাঁচের করাতে
ভালোবাসার তাজমহলের স্বপ্নের রোদ্দুর স্নান
ফাগুনের রঙ হৃদয় ছুঁয়ে চলে যায় দিগন্তের জোছনায়।


ভালোবাসার মোহনায় থমকে দাঁড়িয়ে বসন্ত
হৃদয়ের উৎসারিত আলোয় ঝলসে যায় অন্তরের একান্ত অনুভূতি
মরা চাঁদের আলোয় বেঁচে থাকার সুখ খুঁজে বেড়ায়।


কাঁচের করাতে হৃদয় ক্ষত বিক্ষত
সেখানে রক্তের খোঁজ মেলে না
হৃদয় ফালা ফালা হয়ে যায় অলৈকিক অন্ধকারে।


অবুঝ অঙ্গীকারে ডুবে যায় সোহাগের চাঁদ
অদৃশ্য কাঁচের করাতে ভালোবাসার দেওয়ালে ধরেছে চিড়
গোলাপের কাঁটাতে কখন ভরে গেছে ফুলের বিছানা।


দগ্ধ জীবনে উচ্ছল ভালোবাসা হারিয়ে গেছে
ভোরের শিশির বিন্দুর স্পর্শের জেগে ওঠে নীরবে অভিমান  
প্রাগৈতিহাসিক যুগের মানুষ অবুঝ সোহাগে মেতে উঠতো
আর আধুনিক সভ্য মানুষের ভালোবাসা সবটাই মেকি।


                *******


রচনাকাল  -  ১২|১০|২০২২