অশ্রুতে লেখা থাকে কাজলের রঙ
কঙ্কাল শরীরের গভীরে লুকিয়ে ক্ষয় রোগ
এ রোগের নিরাময় নেই -
কাশতে কাশতে রক্ত ওঠে তবুও হাসি মুখ।


শীতের রোদ্দুর কুড়িয়ে বেঁচে থাকে মানুষ
চিলেকোঠা হাঁপিয়ে ওঠে -
আলো আঁধারি চৌকাঠ পেরিয়ে সন্ধ্যা নামে
সাঁঝবাতির আলোয় আলোকিত হয় বিস্তীর্ণ হৃদয় ভূমি।


শামিয়ানার নীচে বসে অসংখ্য মানুষ
ঝলমল করছে আধুনিক সভ্যতায় মায়াবী আলো
তবুও জীবনের রঙ ফিকে হয়ে যায় -
গীতবিতান বুকের উপর রেখে এক সময় মানুষ ঘুমিয়ে পড়ে।


          ******


রচনা কাল - ১১ জানুয়ারী ২০২৪