ওরা মানুষ, ওরা উলঙ্গ
ওরা নির্বাক, ডানাকাটা বিহঙ্গ।


ওদের চোখে জল, বিন্দু বিন্দু ...
ছেঁড়া পোশাক, হৃদয়টা উদার সিন্ধু!


ওরা শ্রমিক, ওরা বাঁচতে চায়
লড়াই আজীবন, সুখ কী পায়?


ওদের অলিখিত কাব্য, ধূসর গোধূলি –
সব রঙ বেরঙ, জীবনটা সিকি আধুলি!


ওরা হাসে, মুখে কালো রক্ত -
ওরাও মানুষ, ভোলা ভীষণ শক্ত!


ওদের সংগ্রাম, পিছনে মারছে ছুরি
একবিংশ শতাব্দী, তবুও ওদের হাসি চুরি!


                  ****


রচনাকাল – ২২/১২/২০২০