শিশুরা বড় হচ্ছে কালো দুধ খেয়ে
আকাশ জুড়ে কালো মেঘ -
মায়ের বুকের দুধ শুকিয়ে যাচ্ছে
বাজারের কালো দুধে শিশু বাঁচে।


বাতাসে উড়ে বেড়ায় গোধূলির কান্না
মায়ের চোখে আঁধারের জবানবন্দী -
সন্তানের জন্য এক চিলতে হাসি কুঁড়িয়ে নেয় কালো ধুলো থেকে
বাঁচাতে হবে একরত্তি দুধের শিশুকে...


মাটির বিছানায় ঘুমিয়ে আছে শৈশব
কালো দুধ খেয়ে বড় হচ্ছে শিশু
নকশি কাঁথা গায়ে জড়িয়ে বুকে তুলে নেয় মা
গত জন্মের কান্না লুকিয়ে রাখে হৃদয় গভীরে।


হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে শিশুর ভবিষ্যৎ
শিশির বিন্দু ছোঁয়ায় ভরে উঠছে কবিতার উঠোন
বেঁচে থাক শিশু, বেঁচে থাক মা, বেঁচে থাকার লড়াইটা যে চিরকালীন ...


           ******


১৪ ডিসেম্বর ২০২২