বিচ্ছিন্ন দ্বীপের মতো অসহায় রাত -
জোনাকিদের আড্ডা দেওয়া শেষ হয়েছে
গাছের ডালে ডালে ঘুমের আয়োজন
মধ্যবিত্ত সংসারে উপোস করে কাটে ঘন কুয়াশার রাত।


আজান শুরু হয়েছে -
ভোরের ট্রেন সিটি দিতে দিতে ছুটে চলেছে
থিক থিক করছে ভীড় এই ভোরেও
গরীব মানুষের জীবিকা এখন শহরমুখী।


মন্দিরে বাজছে কাঁসর ঘন্টা -
দেবতার উপাসনায় মানুষ উপোসও করে
তবুও আঁধার কাটে কই?
কঙ্কাল শরীর আরো কঙ্কাল হয়ে যায়।


শুকিয়ে যাচ্ছে হৃদয়ের নদী উপনদী
কান্না কাব্য হয়ে যায় নিজেদের অজান্তেই
মৃত নদীতেও জলোচ্ছ্বাস হয় কখনও কখনও ...


             ******


রচনাকাল -
০২রা মার্চ ২০২৪