গরমে ঝলসে যাচ্ছে পিঠ
সারা শরীর দিয়ে দরদর করে ঘাম নামছে
বৈশাখের শেষ রোদ্দুরটুকু গিলে খাচ্ছে সব্বাইকে।


পাখির বাসা থেকে চীৎকার করছে ছোট্ট পাখির ছানা
উষ্ণতায় ডানা পুড়ে যায়  -
মানুষের বাসস্থানে দগদগে ক্ষত চিহ্ন
একটু ছায়ার খোঁজে, একটু বৃষ্টির জন্যে সব্বাই হাপিত্যেশ করে আছে।


মানুষ যে বেঁচে আছে কঙ্কালের জলছবি হয়ে
মাটির থেকে উঠে আসছে উষ্ণ হাওয়ার হলকা
দলছুট পাখির মতো একটুখানি আশ্রয় খুঁজছে মানুষ।


প্রকৃতি পুড়ে যায় নীরব অভিমানে
একঝাঁক পাখির দলও দীর্ঘশ্বাস ফেলে মানুষের মতো
রাতের জোছনায় আলোকিত হয় বিশ্ব সংসার।


ভোর হয়, নতুন সূর্যের আলোয় স্নান করছে মানুষ
ঋতু বদলে গেলেই আসবে বর্ষা শীত  -
গরম থেকে মুক্তি পাবে প্রকৃতি মানুষ পশুপাখি সব্বাই।


          *******


০৯ মে ২০২৩