বাদুড় ঝোলা ঝুলছে সবাই
ট্রেনে কিংবা বাসে
নিত্যযাত্রী রোজ হয়রান
দেখে অনেকেই হাসে!


হাতের মুঠোয় জীবন নিয়ে
ঝোলা বাসে ট্রেনে
কেউ দেখেনা কষ্ট ওদের
সবাই সবকিছু জানে!


সূর্য ওঠার অনেক আগেই
ছুটছে সবাই কাজে
নিশুতি রাতে ফিরছে যারা
হৃদয়ে কষ্ট বাজে!


খিদের জ্বালা বড় বালাই
শুনবেনা কোন কথা
জীবন মরণ হয় একাকার
ক’জন বোঝে ব্যথা!


নিজের জন্যে বাঁচাতো নয়
পরিবার পথ চেয়ে
দিন রাত্তির এক হয়েছে
জীবন দুঃখে ছেয়ে!


মর্মর ধ্বনি হৃদয় জুড়ে
কান্না শুকিয়ে খরা
সুখের দিন আসবে কবে
সুদিন দেখবে ধরা!


   ****