সামনে এখন যেতেই হবে পিছনের পথটা বন্ধ
রুক্ষ জীবন সুখ হারিয়ে দু’চোখ হয়েছে অন্ধ!


শিমুল পলাশে রঙ ধরেনি আসছে বসন্ত দিন
ভালোবাসা রঙ চিরকাল রবে হৃদয়ে খুশির বীণ!


জ্যোৎস্না আলো ঝিকিমিকি তারা জোনাক জ্বলা রাত
হিমেল বাতাসে লাগছে কাঁপন রাতে জোটেনা ভাত!


কঠিন সময় হাতছানি দেয় জীবনে আছে লড়াই
শূন্য মন মরীচিকা খোঁজে কোরোনা কখনও বড়াই!


ভোরের কুয়াশা বিলীন হবে রোদ্দুর যদি হাসে
দু’মুঠো ভাত সকাল সন্ধ্যায় পাই যেন অনায়াসে!


বুকের পাঁজরে কান্না লুকিয়ে তবু হাসি চিরকাল
দুঃখ ব্যথা জীবনেরই অঙ্গ কান্না শুনছে মহাকাল!


        ********