কবিতা  -  কান্নার দাম
***************


রসাতলে যাবে এই পৃথিবী
ভাবতেই লাগে ভয়
ভাগ্যের হাতে দিয়েছি সঁপে
অধরা থাকবে জয়!


কান্নার দাম চুকিয়ে দেবে
এই করেছি শর্ত
নিজস্ব হৃদয়ে বন্দর খুঁজি
সম্মুখে দেখি গর্ত।


ঝাপসা চোখে তাকিয়ে দেখি
ধরিত্রী যেন বন্ধ্যা
সময়ের স্রোতে হারিয়ে যাব
আসছে ঘনিয়ে সন্ধ্যা।


সুখের জীবনে নেমেছে আঁধার
কোথায় পাবো মুক্তি
অভুক্ত পেটে দারিদ্র্য লুকিয়ে
হারিয়ে ফেলেছি শক্তি।


মুখটা এখন রঙিন নয়
মুখোশ গেছে খুলে
অচিন সুখ আজও অধরা
কান্না গিয়েছি ভুলে।


       *******


কবিতা   -  দেনা পাওনা
*****************


জ্যৈষ্ঠ দহনে পুড়ছে মানুষ
মাঠে শুকায় ফসল
সুদের হিসাব দিতেই হবে
সঙ্গে আছে আসল।


দেনা পাওনা সবাই বোঝে
দেখে না কেউ কষ্ট
মাটির বুক ফেটে চৌচির
ফসল মাঠে নষ্ট।


চাঁদের বুকে লেগেছে গ্রহণ
জ্যোৎস্না গিলে খায়  
ভাগ্যের চাকা ঘুরবে একদিন
আশায় বাঁচতে চায়।


পালা বদল হবে নিশ্চয়
মানুষ পাবে মুক্তি
দেনা পাওনায় এতো গরমিল
দেখাবে নানান যুক্তি!


পাখির কুজন ভোরের আলো
কতদিন হয় না দেখা
মুক্তির গান গাইছে মানুষ
জীবন থেকে শেখা।


       *******


রচনাকাল - ১৮/০৫/২০২১