ছুটছে ট্রেন ছুটছে মানুষ জীবন গতির গাড়ি
নিঃস্ব মানুষ রিক্ত মানুষ ভেঙেছে সাধের বাড়ি।


বাড়ির ভিতর লুকিয়ে আছে কান্নার নীল নদ
সুখের জীবন নষ্ট রোদে হয়েছে মানুষ বদ।


ট্রেনের চাকা বাসের চাকা ঘুরছেও ভাগ্য চাকা
সুখের কপাল দুখের কপাল সবই হবে ফাঁকা।


ফাঁকা কলসির শব্দ বেশি তবুও ছুটছে মানুষ
ভাগ্য রেখায় নেইতো সুখ সবাই হবে ফানুস।


জনম জনম ছুটছে মানুষ ছোটাটাই হবে বৃথা
কান্না কাব্য হবে অমর ইতিহাসে আছে লেখা।


                ********


রচনাকাল  -  ২৭|১১|২০২১