শরীরী ধ্বসে বেরিয়ে পড়েছে কঙ্কাল
জলজ্যান্ত একটা মানুষ কেমন হারিয়ে যায়
প্রাগৈতিহাসিক যুগের ভগ্ন স্তূপে।


ইতিহাস ক্ষমা করেনি বেইমানদের ...
যতই পিছন ফিরে তাকাবে ইতিহাস হয়েছে ক্ষমাহীন
সুপুরুষ মানুষও ক্রমশ গলিত শবে পরিণত হয়েছে।


ইতিহাসের পরতে পরতে সভ্যতা ধ্বংসের করাল ছায়া
মানুষ কী করে ভুলে যায় অতীতের গোপন যন্ত্রণা
কেমন করে মাটির গর্ভে তলিয়ে গেছে সভ্যতা।


মাটির নিচে কান পাতলে এখনো শোনা যায় কান্নার শব্দ
ভুলে গেছো কী সাম্প্রতিক সুনামির কথা ...
পাপের রাজ্যে ইতিহাস জেগে থাকে নিদ্রাহীন।।


           *****