স্কুলের পরীক্ষায় বহুবার দশে দশ পেয়েছি
সব্বাই বলতো, খুব ভালো ছেলে  -
কিন্তু জীবনের পরীক্ষায় প্রাপ্তি শুধুই শুন্য
কেন এমন দুঃসহ জীবন -
এ জীবন তো কখনও চাই নি!


ভাগ্যের পথটা যে এতোটাই বাঁকা কে জানতো
ম্লান হাসিটাও ক্রমশ উবে যাচ্ছে -
ঝাঁ চকচকে পথটা ধীরে ধীরে খানাখন্দে ভরে গেছে ।


খোলা আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘে ঢাকা আকাশ
জীবনের বালুকা বেলায় শুধুই কান্নার উপকথা
দুচোখে নামছে জল নীরব অভিমানে ...


নিয়ন আলোর মতো সারা রাত্তির জেগে থাকা
ঘুম আসে না এই পোড়া চোখে -
দুঃখের নামাবলী জড়িয়ে শুধুই বেঁচে থাকা।


                *******


রচনাকাল - ২৮|০৯|২০২০