কাঁটাতার দিয়ে করলে বেড়া দেশটা দু'টুকরো ভাগ
পরিবারগুলো ভাগ করে দিয়ে মেটালে শুধুই রাগ!


পদ্মা গঙ্গা নদীর জলে করলো সবাই স্নান
সুখের জীবন নিলে কেড়ে হৃদয়টা হল ম্লান।


রাজার খেলা রাজনীতি মানুষকে বানালে বোকা
মিটিং মিছিল চলল গুলি সব্বাইকে দিলে ধোঁকা।


আকাশটাকে ভাগ করে দেখাও কতো শক্তি -
পাখির ডানায় চাবুক মেরে বলো দেবেনা মুক্তি!


রোজ দু’বেলা কী জুটবে কোথায় দু’মুঠো ভাত
মাথার উপর খোলা আকাশ বিনিদ্র কাটে রাত।


এপার ওপার দুই বাংলা অশ্রু কেবলই সার
ভিটেমাটি ছেড়ে এসেই মাথায় চাপলো ধার।


   ******


রচনাকাল - ৩০/০৪/২০২১