কাঁটার মুকুট পরেছি সবাই
জীবন কাঁটাতে ভরা
পায়ের নীচে সরছে মাটি
রুক্ষ বসুন্ধরা।


ছন্দে জীবন ফিরবে ভেবে
করেছি কতো আহ্লাদ
মানুষ মানুষের পরম শত্রু
মানুষই হয়েছে জহ্লাদ!


বিধাতার চোখে বেঁধেছো কাপড়
মানুষ সত্যিই বোকা
বিধাতা পুরুষ সবই দেখেন
তোমরা খাবেই ধোঁকা।


কাঁটার মুকুট খুলবে কবে
জানো না তোমরা কেউ
মরণ বাঁশি বাজায় বিধাতা
আসছে কঠিন ঢেউ।


ভোরের আলো কুয়াশায় ভেজা
কিছুই যায় না দেখা
ধন দৌলত এতো রোশনাই
সবই কপালে লেখা।


        *******


২৯ ডিসেম্বর ২০২২