ছড়াক্কা -  স্বাধীনতা
**************


তিরঙ্গা পতাকা উড়ছে আকাশে স্বাধীন মননে চলি  
কত শহীদের রক্তে লেখা
কত মায়ের অশ্রু ব্যথা
ফাঁসির মঞ্চে প্রাণ বলিদান
কজন পেল ন্যায় প্রতিদান
স্বাধীনতার মানে কজন বুঝি বিবেক বুদ্ধি দিয়েছি বলি।


   ********


লিমেরিক – কাঁটাতার
***************


দেশ ভাগ হৃদয় ভাগ পরিবারও হল ভাগ
ওপার বাংলা এপার বাংলা মধ্যে কাঁটাতারের দাগ
এদিক ওদিক এক পরিবার
ভেঙে গেছে সুখের ঘর  
আকাশটাকে ভাগ করে, দেখাও দেখি রাগ!  


   *******