কক্ষচ্যুত শুক্র গ্রহ
এলো চাঁদের নীচে
দু'নয়ন ভরে দেখলো বিশ্ব
বলল, মোটেও নয় মিছে।


এমন দৃশ্য এক জনমে
ক'জন মানুষ দেখে
গোধূলি আলোয় পথ খুঁজছে
কবিরা কবিতা লেখে।


গ্রহ উপগ্রহও পথ হারায়
পায় আলোর দিশা
মানুষ একবার হারালে পথ
দেখে শুধু অমানিশা।

নিজের কক্ষপথে ফিরে গেছে
বেদুইন শুক্র জ্যোতি
মানুষের ফেরা ভীষণ কঠিন
কোথায় বাঁচার গতি।


     ******


২৬ মার্চ ২০২৩
( ২৪ মার্চ ২০২৩ - চাঁদের নীচে শুক্র গ্রহ এসে দাঁড়ায়)