খেলার পুতুল হারিয়ে গেছে
দারিদ্র্যের নিঠুর চাপে
রিক্ত হৃদয় ভুলেছি সবই
নেমেছি ধাপে ধাপে।


কান্নার দাম কজন বোঝে
পুতুল কজন খেলে
শৈশব দিন সোনালী অতীত
সবই হারিয়ে ফেলে।


হিমেল বাতাস মিঠে রোদ্দুর
চিলেকোঠা ঘর একা
পুতুল খেলার নেই যে সাথী
হৃদয় হয়েছে ফাঁকা।


পুতুল সাজিয়ে দিয়েছি বিয়ে
পুতুলরা হয়েছে সুখী
নিজেরই অজান্তে ভালোবাসা ঘর
হয়েছি ভীষণ দুখী।


পুতুল খেলা শুধুই খেলা
সত্যি জীবন নষ্ট
খেলার পুতুল হারিয়ে ফেলেছি
তাই জীবনে কষ্ট!


   ****


রচনাকাল – ১৭/১১/২০২০