পুতুল খেলা শৈশব দিন
স্মৃতির ভেলায় ভাসে
ছোট্ট মেয়ে হয়েছে নারী
লাজুক নয়নে হাসে।


চোখে কাজল লম্বা বেণী
পরনে হলুদ শাড়ি
শরৎ রোদ ছড়ায় কিরণ
দুহাতে কাঁচের চুড়ি।


নূপুর ধ্বনি করে কলতান
শরীরে ডেকেছে বান
খেলার পুতুল ঘুমিয়ে আছে
কে দেবে তাদের প্রাণ!


তোমার ছোঁয়ায় হবে শুরু
আবার পুতুল খেলা
নারী হৃদয় সাজিয়ে রাখে
মন পুতুলের মেলা।


খেলার পুতুল সাজাবে তুমি
কুড়িয়ে শিউলি ফুল
প্রতিটি নারীর শৈশব স্মৃতি
করেনা কখনও ভুল।


   ****


রচনাকাল – ০৮/০৯/২০২০