ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা নেই
ভুল না করেও যদি ক্ষমা চাইতে হয় সেটা খুবই কষ্টের
শরীর ছুঁয়ে যেন চলে যায় গরম হলকা বাতাসের স্রোত
অপমানিত বোধ করি নিজেকে সবচেয়ে বেশি।


দোষ গুন বিচার পরে, আগে চেয়ে নাও ক্ষমা
এ কেমন কথা, অন্যায় না করে ক্ষমা চাওয়া
মালিক দোষ ঢাকতে অধনস্ত কর্মচারীকে দিয়ে ...
সহ্য হয় না, তবুও ক্ষমা চাইতে হবে ।


বসন্তের গোধূলি আলো ছুঁয়ে নামে আঁধার
চারিদিকে জ্বলে ওঠে সাঁঝের প্রদীপ
এই মঙ্গল সময়েও মনটা কিচকিচ করে ওঠে বারবার
মালিকের ভুলের জন্যে ক্ষমা চাইতে হবে তাও সব্বার সামনে!


দোষী কে তা কেউ জানলো না ...
তবুও সবটাই স্বীকার করতে হবে মাথা নিচু করে
অফিসের কর্মচারীরা যেন আগাছার দল -
অথচ শ্রমিক কর্মচারীদের শ্রমেই ফুলে ফেঁপে ওঠে
সম্পদ।


               *******