এই দেশেতে ক'জন মানুষ
এখনো আছে খাঁটি
ফসল ফলাই মনের সুখে
খাঁটিটাই হল মাটি।


খাঁটি মানুষ পাওয়া মুশকিল
সবই নকলে ভরা
আকাশ ভরা সূর্য তারা
এটাই বসুন্ধরা।


ঠকছে মানুষ সারা জীবন
স্বপ্ন চোরাবালি
খাঁটি মানুষ হয়েছে বন্দী
হৃদয়টা আজও খালি।


অসৎ মানুষে ভরে গেছে
দেশের অলিগলি
রাজপথে শুয়ে এখনও ঘুমায়
শিশুরা হয় বলি।


ছন্দ হারিয়ে খাঁটি মানুষ
খুঁজছে আলোর দিশা
সোনালী রোদ্দুরের দেখা পেলেই
কাটবে অমানিশা।


        *****


১০ ফেব্রুয়ারি ২০২৩