কাঁচের পুতুল মাটির পুতুল
ভেঙে সবই ক্ষয়
খেলার পুতুল বুকের মাঝে
সারাটা জীবন রয়।


ছোট্ট বেলার পুতুল খেলা
হৃদয় অলিন্দে ভাসে
হিমেল হাওয়া দুপুর রোদে
খেলনা পুতুল হাসে।


চোখের কাজলে স্বপ্নের রোদ
চিরকাল যাবে রয়ে
কাঁচের পুতুলের হয় না বিয়ে
হৃদয়ে গিয়েছে সয়ে।


পুতুল খেলা খেলনা নয়
নারীর জীবন বোধ
হৃদয় খুঁড়ে লিখলে নারী


সারাটা জীবন পুড়ছে নারী
জীবন হয় বলিদান
পুতুল হয়ে থাকবে ওরা
নেই কোনো প্রতিদান।


         ******


রচনাকাল  - ১৮|১০|২০২২