পশ্চিমের আকাশে এখনও লেগে আছে সূর্যাস্তের রক্তিম আভা
গোধূলির আঁধার ছুঁয়ে যায় দিগন্তের শেষ আলো
মাটির বুক থেকে উঠে আসছে মাটির সুবাস
সাঁঝের প্রদীপ হাতে তুলসী তলায় গৃহবধূরা ...

ধীরে ধীরে নেমে আসে রাতের আঁধার
লক্ষ কোটি তারায় ঝলমল করে সারাটা আকাশ
ঝাউবনের সোঁ সোঁ শব্দে মুখোরিত হয় চারিদিক
খোলা আকাশের নীচে ক্লান্ত অসহায় মানুষ।


ভোরের আলোয় জেগে উঠছে পল্লী বাংলা
যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ –
কৃষকের বুকে উঁকি মারছে খুশির রোদ্দুর
আর কয়েকটা মাস পরেই ঘরে উঠবে সোনালী ফসল।


সবুজের মাঝে কোথাও কোথাও মাথা উঁচু করে হাসছে কাশফুল
শরতের শিউলি ঝরা সুগন্ধের আমোদিত হয় বাংলার আকাশ বাতাস
শিশির ভেজা ঘাসের বুকে কলতান করে ঘাস ফড়িং
দূর থেকে ভেসে আসছে আগমনী গানের মোহময়ী সুর।


         ******


রচনাকাল – ১২/০৯/২০২০