বিকেল বেলার রোদ্দুর হামাগুড়ি দেয় সোনালী ধানের বুকের উপর
প্রকৃতির ছোঁয়ায়  জেগে ওঠে কবিতার হ্রদ
ভাষা হয়ে ওঠে জীবনের ছন্দ ...


মাটির বুকে লুকিয়ে আছে অবোধ মানুষের ভালোবাসা
ছন্দ খুঁজছে বর্ণহীন মানুষ -
প্রকৃতির সাথে মানুষের সখ্যতা নেই কেন?


তবুও প্রকৃতি মানুষকে জননীর মতো জড়িয়ে ধরতে চায় আজীবন
মানুষের রসদ ফুরিয়ে আসছে তবুও হুঁশ নেই
শরীরটা লাশকাটা ঘরের মতো ক্রমশ বরফ ঠান্ডা হয়ে যাচ্ছে।


প্রকৃতি যেন দুখিনী মা, অবাধ্য সন্তানরা কথা শোনে না
নীরব চোখের জলে ভিজে যায় সবুজ বনানীর বুক
থমকে গেছে জীবন, রামধনুর আলো মিলিয়ে যায় দিগন্তের আস্তানায়।


আকাশ থেকে নেমে আসছে রথ -
সোনালী ধানের বুকের ভিতর লুকিয়ে আছে গরীবের ক্ষুধার্ত সুখ
রথ ফিরে যাবে একদিন, মানুষের কান্নাগুলো যখন থাকবে না।


         ******


১ ডিসেম্বর ২০২২