প্রভাত আলোয় রঙ মেখেছি
হৃদয়ে রঙিন স্বপ্ন
লিখবো কত গান কবিতা
এই আশাতেই মগ্ন!


পেরিয়ে এলাম চারটি বছর
পেলাম হাজার ফল
রাত্রি জেগে কবিতা লেখা
নেই সেখানে ছল!


শীত গ্রীষ্ম বারো মাসই
লেখার অন্ত নাই
সহজ সরল জীবন গাঁথা
ওখানেই কবিতা পাই!


কবিতার আসর থাকবে বেঁচে
আসবে লক্ষ কবি
হৃদয়ে আছেন রবি ঠাকুর
তাঁরই উজ্জ্বল ছবি!


কেউ বলছেন বাহ্ বাহ্
কেউ দিয়েছেন ব্যাখ্যা
কবিতার আসর আমাকে দিয়েছে
উদয়ন কবি আখ্যা!


শুকতারা হাসে ভোর আকাশে
জীবন এখনও শূন্য
হৃদয়ের কথা কবিতায় লিখে
জীবন করবো ধন্য!


হৃদয়ে আমার স্বপ্নের রোদ
কবিতাই আমার জীবন
সারাটা জীবন কবিতা লিখেই
হয় আমারই মরণ!


   ****