ভীষণ রকম ভাবে বাঁচতে ইচ্ছে করে আজকাল
টুকরো টুকরো খুশিগুলো বুকের মধ্যে আগলে রাখি
জীবনটাকে নিয়ে বাজি ধরতে চেয়েছিলাম ...
কিন্তু এখন আর নিজেকে নিয়ে বাজির খেলা খেলিনা
শুধুই বাঁচতে ইচ্ছে করে নতুন ভাবে আবার।


দমকা হাওয়ায় খুলে যাচ্ছে অন্দর মহলের দরজা
কোন কিছুই আর গোপন রাখতে পারি না আগের মত
ভেতরের ইচ্ছেগুলো ক্রমশ জেগে উঠছে অন্তর থেকেই
মনের মেঘরাশি ভেসে যায় ওদের নিজের আস্তানায়।


ভোর বাতাসে কদম ফুলের সুবাসে হৃদয়টা মঁ মঁ করছে
বৃষ্টির সাথে ঝরে পড়ছে অনন্ত তৃষ্ণা ...
ভীষণ রকম ভাবে জীবনকে উপভোগ করতে ইচ্ছে করছে।


পিছন ফিরে তাকিয়ে কী লাভ, সামনে তাকিয়ে চলো
কদম ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে নীরবে ...


টুকরো টুকরো খুশি নিয়ে মানুষ আজীবন বাঁচতে চায়!


               ******