স্বপ্নগুলো বিক্রি হয়
যৌবন প্রান্তে এসে
হাসিটুকু যায় হারিয়ে
বলবে না কথা হেসে!


ভাঙন যখন হৃদয় জুড়ে
থমকে গাছের পাতা
ফানুস মানুষ নিঃঝুম রাত
জীবন সাদা খাতা।


আসছে শীত বাড়বে কষ্ট
অলিখিত যতো স্বপ্ন
মন জোছনায় ফাগুন হাওয়া
সেই আশাতেই মগ্ন।


কোজাগরী চাঁদ রোজ ওঠে না
স্বপন লিখি রোজ
সূর্য ওঠে সূর্য ডোবে
কেউ রাখে না খোঁজ।


একটু একটু জোছনা ছড়ায়
হৃদয়ের বালুচরে
আশায় আশায় মানুষ বাঁচে
সুখ আসুক ঘরে ঘরে।


       *****


রচনাকাল  -
৩০ অক্টোবর ২০২৩