কোজাগরী লক্ষ্মী পুজোর রাত
পোয়াতি চাঁদের আলোয় চতুর্দিক আলোকিত
তবুও এতো আঁধার কেন?


এখনও দুবেলা দুমুঠো ভাত জোটে না সব্বার
নিরন্ন মানুষের দীর্ঘশ্বাস বড় কষ্ট দেয়
বাঁচার লড়াইটা চিরকালীন ---


অক্টোপাসের মতো গিলে খাচ্ছে দারিদ্র্য
কোজাগরী পূর্ণিমার আলো ভেঙে ভেঙে অন্ধকার আসে
লক্ষ্মী মায়ের কৃপাদৃষ্টি কখনও কি পড়বে না গরিবের মুখে?


ছোট ছোট স্বপ্নগুলো মানুষের পূরণ হয় না
কোজাগরী রাতে জীবনের কাব্য নতুন করে শুরু করতে চায়
মা লক্ষ্মী স্বপ্নে আসে, দেখছি গোগ্রাসে ভাত খাচ্ছে সব্বাই।


         ******


রচনাকাল  -
২৮ অক্টোবর ২০২৩
লক্ষ্মী পুজোর রাতে লেখা।