জানালার কাঁচ ছুঁয়ে ওড়াউড়ি করছে জোনাকির দল
রাতের আকাশে পূর্ণিমা চাঁদের মনোরম আলোয় মোহিত বিশ্ব চরাচর
মনের আঙিনায় লুকোচুরি খেলে অবুঝ অভিমান ...


ঝি ঝি পোকার শব্দে জেগে থাকে মধ্যরাত -
দখিনা হাওয়ায় শরীর জুড়িয়ে যায় অবিরত
রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের গানও থেমে যায়!


ঘুমের ভান করে পড়ে থাকে নিদ্রাহীন মানুষ
যারা ছলচাতুরী জানে না তারাই ঘুমায় অকাতরে ...
মহেঞ্জদড়ো সভ্যতার ধ্বংসাবশেষ বুকে জুড়িয়ে থাকে সারাটা রাত!


স্বপ্নের মধ্যে ভেসে ওঠে প্রাগৈতিহাসিক সভ্যতার নিদর্শন
তারা যেন সেই সময়কার কঙ্কালসার নগ্ন মানুষ -
মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসছে নগর সভ্যতার উত্থান!


পাপহীন মুক্ত মানুষ হাজার হাজার বছর ধরে মাটির নীচে
কঙ্কাল কথা কয় আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে –
কোন তফাৎ নেই অতীত ও বর্তমানের ছলচাতুরীহীন কঙ্কাল জীবন!


          *******