চোখের কাজলে মরা বসন্ত
গন্ধ হারায় ফুল
শিমুল পলাশ অবেলায় ঝরে
ভালোবাসার মানুষও ভুল!


মিথ্যে আশার স্বপ্ন বুনি
মিথ্যে বাঁধি ঘর
লাজুক দুপুর রোদের আলোয়
করবে স্বংয়বর!


বেঁচে আছি থাকবো বেঁচে
হোকনা যতই কষ্ট
বাঁচার তাগিদে থাকবো অবিচল
হবো না লক্ষ্যভ্রষ্ট!


নিজের জন্যে রাখিনি কিছুই
সবই করেছি দান
আমার জন্যে কষ্টের রোদ
গরল করেছি পান!


সময়ের স্রোতে ভুলেছে সবাই
আমার মহৎ কাজ
হৃদয়ে নিয়েছি বিষটা ভরে
নেই তো কোন লাজ!


ফিরছে জীবন আবার ছন্দে
নতুন আশার আলো
দুঃখ ভুলে কান্না মুছে
থাকবো আমি ভালো!


  ******