ক্রীতদাসের মত গলায় বেঁধে দিয়েছে অদৃশ্য চাবুক
আর পায়ে বাঁধা আছে কারাগারের শিকল
যতই কাজ করো মালিককে খুশি করা যাবে না
মালিক খুশি করা যেন বাঘের খাঁচায় ঢুকে বাঘকে মালা পরানো।


তথাগত বুদ্ধের মত চোখ বন্ধ করে তপস্যায় বসো
বুদ্ধং শরনং গচ্ছামি বলতে বলতে বলতে কেটে যাবে সারাটা জীবন
তাতেও কী মালিক কিংবা উর্ধতন কর্তৃপক্ষ কখনো কী খুশি হবে
না কখনই না, যুগ যুগান্ত ধরে চলে আসছে অত্যাচার!


প্রশংসার বদলে তোমাদের মাথায় চাপিয়ে দেবে ক্রীতদাসের তকমা
আলোহীন ঘরের মধ্যে নির্যাতনের ইতিহাস অলিখিত থাকবে
বাইরে বেরিয়ে মালিক পক্ষ মৃদু হাসি ছড়িয়ে বলবে –
আমরা সমস্ত শ্রমিক কর্মচারীর পাশে সদা সর্বদা আছি …


সভ্যতার নির্মম চাবুকে ক্ষত বিক্ষত শ্রমিক কর্মচারী
ভুখা মিছিলে হারিয়ে যাচ্ছে কত অভুক্ত শ্রমিক পরিবার
দেওয়াল লিখনে ভরে উঠছে মৃত শ্রমিকদের মলিন মুখ
কারখানার সাইরেনের বাঁশি কবে বাজবে কেউ জানে না!


              ******


রচনাকাল – ১৬/০৯/২০২০