সব অধিকার নিয়েছো কেড়ে
দাও নি বলতে কথা
গলায় দিয়েছো দু পা তুলে
আজও আছে ব্যথা।


বুকের পাঁজরে জমাট রক্ত
সভ্যতা গেছে মরে
ধূসর আকাশে জমছে মেঘ
মাটিটাই গেছে সরে।


ধানের জমিতে সোনালী ফসল
কৃষক পায় না দাম
অনাহূত আজ হয়েছে মালিক
দলিলেও নেই নাম!


জমিগুলো আজ ওঠে নিলামে
সভ্যতার রঙ ভুখা
শুধু বিস্ময় দু'চোখ জুড়ে
নিভছে প্রদীপ শিখা।


শ্রমিকের ভাষা গেছে হারিয়ে
মানুষ আজও কাঁদে
ছলনায় ভরা এই দুনিয়া
মানুষ পড়বে ফাঁদে।


       ******


২৮ নভেম্বর ২০২২