মৃতদেহ পড়ে আছে সারি সারি
আত্মীয় অনাত্মীয় স্বজনের হারানোর কান্না -
কুরুক্ষেত্র প্রান্তর রক্তে ভেসে যায়।


আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে কান্না বেদনার যন্ত্রণা
বাস্তব জীবনটাও যেন এক কুরুক্ষেত্র
রাজনীতির ময়দান এভাবেই সর্বদা রক্তাক্ত হচ্ছে।


একদিকে কৃষ্ণ ভগবান অর্জুনের সঙ্গী
অন্যদিকে যুদ্ধ করছে দুর্যোধনের কৌরব বাহিনী
অন্ধ ধৃতরাষ্ট্র নির্বাক স্থবির  -
গান্ধারী জননী কেঁদে কেঁদে পাগলপারা।


কুরুক্ষেত্র ময়দানে ভাই যুদ্ধ করছে ভাইয়ের সাথে
সত্য যুগের ঘটনা কলি যুগে কেমন ভাবে সত্যি হয়ে উঠেছে
যুদ্ধ হয় না, তবুও বারুদের গন্ধে প্রাণ ওষ্ঠাগত।


কুরুক্ষেত্র ফাঁকা, এখনও চাপ চাপ রক্তের  দাগ জীবন জুড়ে  
লোভ লালসা হিংসায় জ্বলছে কলির সভ্যতা -
জীবনের কুরুক্ষেত্র ময়দান যতদিন থাকবে গান্ধারীরা সারা জীবন কাঁদবে।


            *******


১১ সেপ্টেম্বর ২০২৩