মুখে হাসিটুকু থাক বেঁচে চিরকাল
কুয়াশা ভাঙা রোদ্দুরে স্নান করছে ফাগুন বাতাস
ঝরে যাওয়া পাতার মর্মর ধ্বনি শোনা যায়।


ঘরের বাইরে বেরিয়ে দেখো প্রকৃতির অপরূপ সৌন্দর্য
শিমুল পলাশ কথা বলছে মনের আনন্দে  -
শীতের রোদ্দুরের সাথে মিশে আছে ঘন কুয়াশার জঙ্গল।


সুখের জীবন ক্রমশ উধাও হয়ে যাচ্ছে
দিগন্তের শেষ রোদ্দুরটুকু শুষে নিচ্ছে তৃষ্ণার্ত বিকেল
সন্ধ্যা নামছে ঘন কুয়াশার হাত ধরে।


জোনাকির কান্না লুকিয়ে আছে রাতের গভীরে
পূর্ণিমা চাঁদ ভোরের কুয়াশার বুকে লিখে রাখে হৃদয়ের কাব্য
পাণ্ডুলিপির ছেঁড়া পাতাগুলো খসে পড়ছে হৃদয়ের উঠোনে ...


         *******


১১ ফেব্রুয়ারি ২০২৩